আজ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষনা করেছেন বিসিবি।
দীর্ঘ সময় পর ঘরের মাঠে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ২৩ তারিখ প্রথম ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ আফিফ হোসেন ও নাঈম শেখ।
এছাড়া দীর্ঘ দিন পরে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী মিরাজ। মাশরাফিকে অনেক দোটানা থাকলেও এ সিরিজে ক্যাপ্টেন্সি করবেন মাশরাফি বিন মরতুজা।
বাংলাদেশ জাতীয় দলের বর্তমান সময়টা একবারেই ভালো যাচ্ছে না । তা এখন পুরো টিমের উপরই প্রভাব পরছে। বিসিবির কর্তা তাই কড়া নজরদারি রাখছেন দলের উপর। দল ঘোষণার আগে মাশরাফিকে নিয়ে টিম মিটিং এ বসেন বিসিবি। সেখানেই ক্যাপ্টেন ও কোচের পরামর্শ নিয়ে দল সাজানো হয়। তবে পেসার স্কোয়াডে তেমন কোনো চমক দেখা যায় নি।
দেখে নিন বাংলাদেশের স্কোয়াডঃ
মাশরাফি বিন মরতুজা (ক্যাপ্টেন) | মাহমুদুল্লাহ রিয়াদ | লিটন কুমার দাস | আল আমিন হোসেন | মেহেদী হাসান মিরাজ |
তামিম ইকবাল | মুশফিকুর রহীম | আফিফ হোসেন | মোহাম্মাদ সাইফুদ্দিন | তাইজুল ইসলাম |
নাজমুল হোসেন শান্ত | মোহাম্মাদ মিঠুন | মোহাম্মাদ নাঈম | শাফিউল ইসলাম | মুস্তাফিজুর রহমান |
স্কোয়াডটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ১ম টেস্টের ২য় দিনের খেলা দেখুন এখানে ।