আজকে আমি আপনাদের Airtel Sms Pack 2020 সম্পর্কে বিস্তারিত বলবো।
ইয়াংদের মাঝে সবচেয়ে জনপ্রিয় সিম অপারেটর এয়ারটেল,বর্তমানে রবি মালিকানাধীন হলেও ০১৬ নাম্বার মানেই আলাদা একটা ভাব চলে আসে। বন্ধুদের মাঝে যোগাযোগ অটুট রাখতে এয়ারটেল কিছু আকর্ষনীয় এস এম এস অফার রেখেছে,আজকে সেই অফারের এক্টিভেট কোড সহ বিস্তারিত আলোচনা করবো। প্রথমেই কোড গুলো দিয়ে রাখি নয়লে অনেকেই বিরক্ত হতে পারেন।
Total SMS Pack | Price | Active Code | Validity |
40 | 2 Taka | *321*200# | 12 Hours |
150 | 5 Taka | *321*500# | 24 Hours |
1000 | 12 Taka | *321*1000# | 3 Days |
1500 | 25 Taka | *321*1500# | 30 Days |
Airtel Sms Pack 2020 More offer
অনেকেই ভাবতে পারেন আমি এত সহজ ভাষায় কেন লিখছি,প্লিজ কেউ কিছু মনে করবেনা,অনেকেই আছেন একটু কম বুঝেন আবার বর্তমানে অনেকেই অনেক ভালো বুঝেন,যারা ভালো বুঝেন তারা প্লিজ কিছু মনে করবেননা। সহজ ভাষায় লিখার জন্য হয়তো আমাদের কোনো ভাই এর খুব সুবিধা হতে পারে বুঝতে। যাইহোক কাজের কথা আসি।
১৫০ এস এম এস মাত্র ৫ টাকা,অফারটি পেতে ডায়াল করবেন *321*500# যার মেয়াদ ২৪ ঘন্টা।
অনেকেই আছেন যারা কল না দিয়ে সারাক্ষণ মেসেজ করেন,দুইদিন না যেতেই ৫০০ এস এম এস শেষ,এই অফার তাদের খুব উপকারে আসবে,১০০০ এস এম এস মাত্র ১২ টাকা,মেয়াদ ৩ দিন,অফারটি পেতে ডায়াল করুন *321*1000# এবং ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*6#
২৫ টাকায় ১৫০০ এস এম এস,মেয়াদ ৩০ দিন,যারা একটু লং ডেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট অফার এটা। অফারটি নিতে আপনাকে ডায়াল করতে হবে *321*1500#
এছাড়াও যারা অল্প সময়ের জন্য এস এম এস বান্ডেল খুজছেন তাদের জন্য রয়েছে ২ টাকায় ৪০ এস এম এস যার মেয়াদ ১২ ঘন্টা। অফারটি পেতে ডায়াল করুন *321*200#
সবগুলো এস এম এস অফারের ব্যালেন্স চেক করতে পারবেন *121*1*4# ডায়াল করে।
বিঃ দ্রঃ অফারগুলো সকল প্রিপেইড সিমের জন্যই প্রযোজ্য। এস এম এস গুলো সকল অপারেটরে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে এখানে গিয়ে দেখতে পারেন।